bijoy-ullash

বিজয় উল্লাস

Written by: Tanzin Akter

কবি শামসুর রাহমান লিখেছেন, "স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-" হ্যাঁ, এই স্বাধীনতা বা বিজয় আমাদের জন্য এতোটাই মূল্যবান। কিন্তু এ যেন এক অন্যরকম ১৬ ই ডিসেম্বর। ফ্যাসিস্ট সরকারের ঢোল বাজানো বলাও চড়াও নেই, নেই শব্দ দূষণ করে দূষিত এক আত্মাকে মাথায় নিয়ে নাচার মূহুর্ত। না আছে অতিরঞ্জিত মিথ্যে কপটতা, না আছে অপচয়ের দৌড়াত্ম্য। এবারের বিজয় দিবস বিজয় বয়ে এনেছে মানুষের সাহসিকতায়, বাকস্বাধীনতায়, রক্তে, স্নায়ুতে এবং আর কোথায় নয়? '৭১ এর সেই বিজয় যারা চোখে দেখে নি, যারা জানে নি দেশ এবং দেশের মানুষের জন্য লড়াই করার তৃপ্তি তারাই '২৪ এ এসে পেয়েছে দোয়াতের কালিতে লেপ্টে থাকা সেই কথাগুলোর মর্মার্থ। মুক্তি মানুষের শুধুমাত্র অধিকার ই নয়, মুক্তি মানুষের সহজাত প্রবৃত্তি। আর যখন এদেশের মানুষদের থেকে তাদের মুক্তি কেড়ে নেওয়া হয়েছে এ দেশের মানুষ হয়ে উঠেছে সিম্বলিক হাইড্রা। যার একটি অংশ কেটে দিলেই আরেকটি জেগে উঠতো। পরিবার পরিজন ছেড়ে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে যারা আমাদের দেশের হয়ে লড়েছেন, এই দিনটি কেবল ই তাদের। বধ্যভূমিতে পতিত থাকা লাশ, মাটির সাথে লেপ্টে যাওয়া রক্ত আর আকাশে মুক্তির দামামা, সবকিছুই প্রয়োজন ছিলো এই বিজয় বয়ে আনার জন্য। দাসত্ব থেকে মুক্তি পেতে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে যারা লড়ে গিয়েছে এ দেশের আকাশ, বাতাস, মাঠ-ক্ষেত সবখানেই তাদের বীরত্ব গাঁথা। এ বছর থেকে প্রতি বছর ই বিজয় টা হোক আবার নতুন করে। একটি প্রজন্ম থেকে যেই মুক্তিযুদ্ধের পটভূমি সম্পূর্ণভাবে আলাদা করে ফেলা হয়েছিলো তা জানানো হোক নতুন করে। শহীদদের স্মৃতিকে আবারো তুলে ধরা হোক। দেখিয়ে দেওয়া হোক, বাংলাদেশ কখনো কারো দাসত্ব মেনে নেবে না।